লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চলতি মৌসুমে আমন ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে ৭৪৬ জন কৃষক নির্বাচন করা হয়েছে। গত বুধবার বিকেলে অভ্যন্তরীণ আমন (সিদ্ধ চাল ও ধান) সংগ্রহ ২০২১-২২ তদারকি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়। উপজেলা সংগ্রহ ও তদারকি কমিটি এ লটারির আয়োজন করে।
অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা ২০১৭ মোতাবেক উপজেলা সংগ্রহ ও তদারকি কমিটিকে পাটগ্রাম উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার ২৩ হাজার ৯৮৪ জন কৃষকের সরবরাহ করা তালিকা থেকে উন্মুক্ত পদ্ধতিতে লটারিতে ৭৪৬ জন কৃষক নির্বাচিত করা হয়।
এবারে ২৭ টাকা কেজি দরে ১ হাজার ১১৯ মেট্রিক টন আমন ধান ও ৪০ টাকা কেজি দরে ১ হাজার ৩০৭ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। পাটগ্রাম উপজেলার সরকারি গুদামে ধান ও চাল জমা দেওয়ার শেষ তারিখ ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবু হেনা মোস্তফা কালাম, উপজেলা গুদাম কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার, মিল ও চাতাল মালিক সমিতির সভাপতি এম ওয়াজেদ আলী এবং প্রধান শিক্ষক (অবসর) আব্দুল ওহাব প্রধান।