ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে।
গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সভা। দিবস দুটি পালনে প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলমের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন।
বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলাম, রুহুল আমিন ভুইয়া বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী এটিএম রবিউল ইসলাম ও কসবা প্রেসক্লাব সভাপতি আবদুল হান্নান।
একইসঙ্গে এ সময় কসবা উপজেলার সকল দপ্তরের বিভাগীয় কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।