হোম > ছাপা সংস্করণ

শরীরে বিষ ঢুকিয়ে যুবকের আত্মহত্যা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় সিরিঞ্জ দিয়ে নিজের শরীরে বিষ ঢুকিয়ে করে সুমন গাজী (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত সুমন গাজী বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের সিদ্দিক গাজীর ছেলে।

নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সুমনের সঙ্গে ধুলাসার ইউনিয়নের চাপলী গ্রামের ইউসুফের মেয়ে সাদিয়ার বিয়ে হয়। প্রায় ছয় মাস ধরে সুমনের শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। দুই মাস আগে তাঁদের একটি মেয়েসন্তানের জন্ম হয়। ১৫ দিন আগে সুমন তাঁর শ্বশুর বাড়ি থেকে সন্তানকে নিয়ে আসতে চাইলে শ্বশুর বাড়ির লোকজন তাঁকে মারধর করে। সুমন তিন দিন আগে সিরিঞ্জ দিয়ে নিজের পায়ে বিষ প্রয়োগ করেন। মঙ্গলবার সুমন গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিকেলে তাঁর স্বজনেরা হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদুর রহমান বলেন, ‘আমরা তাঁকে পর্যাপ্ত চিকিৎসা দিয়েছি। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ