যশোরের মনিরামপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বোরহান উদ্দিন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুই বন্ধুর পাল্লা দিয়ে মোটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনার ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত বোরহান উদ্দিন কুলটিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের জহিরুল ইসলাম বাবুর ছেলে। সে বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ বোরহান উদ্দিনের লাশ দাফনের অনুমতি দেয়। বাগডাঙ্গা-দহকুলা গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রউফ বলেন, সন্ধ্যার দিকে আমার ছেলে জাহিদ হোসেন ও বোরহান উদ্দিন আলাদা দুটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তারা বাইক চালাতে চালাতে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে বাহাদুরপুর গ্রামে ঢুকে পড়ে।
আব্দুর রউফ বলেন, হঠাৎ বোরহান উদ্দিনের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ছেলেটির মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বোরহান উদ্দিন ও জাহিদ দুই বন্ধু পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় বোরহান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহিদুজ্জামান দুর্ঘটনায় কিশোর বোরহান উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।