নতুন বছরের প্রথম মাসেই (২০ জানুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ড. মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্রটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পরীমণি।
আরও রয়েছেন আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আশীষ খন্দকারসহ একঝাঁক শিশুশিল্পী।
২০ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ করা হলো সিনেমার পোস্টার ও ট্রেলার। ২ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলারে দেখা যায় একদল শিশু সুন্দরবনে নৌবিহারে যায়। তাদের দেখাশোনার জন্য আছেন কয়েকজন অভিভাবক। সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্যে ঘুরে বেড়ানোর সময় হঠাৎ করেই তাদের জাহাজ চরে আটকা পড়ে। সেই সুযোগে আক্রমণ করে বসে ডাকাতের দল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ জাফর ইকবাল, শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, সিনেমার পরিচালক ও শিল্পী-কলাকুশলীরা।
অনুষ্ঠানে নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, ‘শিশুদের সুস্থ বিনোদনের জন্যই এই চলচ্চিত্র নির্মাণ। তবে সিনেমাটি সব বয়সীরাই দেখতে পারেন।’
রাতুল চরিত্রে অভিনয় করা সিয়াম আহমেদ বলেন, ‘রাতুল চরিত্রটা আমার অনেক আগে থেকে জানা। সেই চরিত্রটা করতে পারব, এটা কোনো দিন ভাবিনি। আমি সিয়াম আহমেদ শুটিংয়ে গিয়েছিলাম, শিশুরা আমাকে রাতুল ভাইয়া করে ঢাকায় পাঠিয়েছে।’
অনুষ্ঠানে ছেলে রাজ্যকে নিয়ে এসেছিলেন তিশা চরিত্রে অভিনয় করা পরীমণি। তিনি বলেন, ‘ছেলেকে নিয়ে এসেছি অনুষ্ঠানে। ছেলেকে নিয়েই সিনেমাটা দেখব। ও যখন বড় হবে, তখন দেখাব যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা।’