তাইওয়ানের আকাশসীমায় চীনের সামরিক মহড়া নিয়ে উদ্বিগ্ন তাইওয়ান সরকার। তাই নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে দেশটি। সামরিক সরঞ্জাম বাড়ানোর পাশাপাশি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেনাদের। গতকাল সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন জানালেন, সেনাদের প্রশিক্ষণ দিতে মার্কিন একটি ছোট সামরিক দল এখন তাইওয়ানে অবস্থান করছে।
ওয়েন বলেন, ‘প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্রের বিরাট সহযোগিতা।’ তবে কতজন মার্কিন সদস্য আছেন, সেটি জানাননি। এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘এক চীন নীতি যুক্তরাষ্ট্রকে মেনে চলতে হবে। এর পরিপন্থী কিছুই করা যাবে না।’ তাইওয়ানের সঙ্গে সামরিক ও দাপ্তরিক সম্পর্ক বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেন তিনি।