জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায় উপলক্ষে শেরপুরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ জুন থেকে ১৫ জুন ৪ দিনব্যাপী জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৭১৪ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৮৩ হাজার ৬৫০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট দুই লাখ সাত হাজার ৩৬৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলায় এক হাজার ৩৩৩টি স্থায়ী ও ১৩টি অস্থায়ী কেন্দ্রসহ মোট এক হাজার ৩৪৬টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আসমাউল ইসলাম। উপস্থতি ছিলেন তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তারসহ অনেকেে।