হোম > ছাপা সংস্করণ

জামিন নিতে গিয়ে জেলে

নিজস্ব প্রতিবেদক

যশোর সদরে আব্দুর রহমান রাকিব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁরা হলেন বছির উদ্দিন ও গিয়াস উদ্দিন।

গত বুধবার যশোরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি বছির উদ্দীন ও গিয়াস উদ্দীন যশোর শহরের বকচর হুশতলা এলাকার মানিক মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত রাকিব হোসেন ২০২১ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যার দিকে বকচর হুশতলা বিষের মোড়ের শহিদুল ইসলামের দোকানের সামনে অবস্থান করছিলেন।

এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। মামলার এজাহার সূত্রে আরও জানা গেছে, হামলায় রাকিব ছুরিকাঘাতে মারাত্মক ঘোষণা জখম হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাকিব ওই এলাকার আব্দুর রহমান লিটুর বড় ছেলে।

এ ঘটনায় রাকিবের চাচা হুশতলা কবরস্থানের পশ্চিম পাশের হাফিজুর রহমান বটু ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৬/২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এজাহারভুক্ত আসামি হলেন বছির ও গিয়াস। বুধবার তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ