রাজশাহীর বাঘায় ২ হাজার ৫টি ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণপুর এলাকার ভাড়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের।
পুলিশ জানায়, উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট গ্রামের আলী হোসেন রাসেল মোল্লা (৩০) ও তাঁর স্ত্রী শান্তা বানু (২২) বাঘা পৌরসভার নারায়ণপুর এলাকার ভাড়াবাড়িতে থাকেন। আলী হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেপ্তারের ভয়ে নিজ বাড়ি ছেড়ে ভাড়াবাড়িতে থাকতেন। তাঁকে গ্রেপ্তারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী ও উপপরিদর্শক (এসআই) শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাতে নারায়ণপুর এলাকার ওই বাড়িতে অভিযানে যায়। অভিযানে তাঁদের বাড়ি থেকে ২ হাজার ৫টি ইয়াবা বড়ি, দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।