ব্রাহ্মণবাড়িয়ায় ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫০ বোতল এসকাফসহ ৪ জনকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রোববার বিকেলে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মো. রোমান মিয়া (২৫), মো. মামুন মিয়া (২৮), মো. মাসুম মিয়া (২৪) ও শাহারা খাতুন (৩২)। তাঁদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এই সময় ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫০ বোতল এসকাফসহ ৪ জনকে আটক করা হয়।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, আটক ৪ জন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে।