কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারটি বাংলা ড্রেজার মেশিন ও দুই হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। গত সোমবার বিকেলে ভিয়াইলের কুমড়ী ও ভিয়াইল বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এসব ধ্বংস করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও মোবাশ্বের আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এসব ড্রেজার ধ্বংস করা হয়। জনস্বার্থে নদী, খাল ও বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।