সখীপুরে নজরুল ইসলাম নামের এক গোখাদ্য ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম এ দণ্ডাদেশ দেন। তিনি দীর্ঘদিন ধরে কেমিক্যাল মিশ্রিত তুলা গোখাদ্য হিসেবে বিক্রি করে আসছিলেন।
সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পৌরসভার জামতলা এলাকায় রোজা এন্টারপ্রাইজ নামে তাঁর একটি দোকান রয়েছে।
এর আগে ৫ জুন তুলার সঙ্গে কেমিক্যাল মিশিয়ে গরুর খাদ্য হিসেবে বিক্রি করার অপরাধে নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর চারটি গোখাদ্যের গুদাম সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।
পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অমান্য করে ওই সব গুদাম থেকে খাবার বিক্রি শুরু করেন। খবর পেয়ে গতকাল সকালে পুনরায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে আটক করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইউএনও ফারজানা আলম বলেন, অবৈধ পশুখাদ্যের চারটি গুদাম সিলগালা করা হয়েছিল। আদেশ অমান্য করায় এবার তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।