কেরানীগঞ্জে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা পী. এম. পাইলট স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে তিনি এ মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় মো. শহীদুল ইসলাম বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দিচ্ছে। আমাদের সক্ষমতার অভাব নেই, তবে মাঠপর্যায়ে বাস্তবায়ন জরুরি।’
শিক্ষার্থীদের উদ্দেশে ডিসি বলেন, ‘শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। তাঁরাই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও বড় বড় কর্মকর্তা হওয়ার ভিত্তি তৈরি করে দেন। তোমরা শিক্ষকদের সম্মান করবে।’
মতবিনিময় সভা সভাপতিত্ব করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জিনজিরা পী. এম. পাইলট স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ম. ই মামুন। এটি সঞ্চালনা করেন জিনজিরা পী. এম. পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবু বকর ছিদ্দিক। এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল প্রমুখ।