কালার্স বাংলার আসছে নতুন ধারাবাহিক ‘সোনা রোদের গান’। ধারাবাহিকে মূল চরিত্রে রয়েছেন পায়েল দে ও ঋষি কৌশিক। প্রায় আড়াই বছর পর কেন্দ্রীয় চরিত্রে পর্দায় ফিরছেন অভিনেত্রী পায়েল।
পায়েল বলেন, ‘এই ধারাবাহিক আর পাঁচটা শাশুড়ি-বৌমার গল্পকেন্দ্রিক নয়। যে চরিত্রে আমি অভিনয় করছি, সেটা খুবই স্বাধীনচেতা এক চরিত্র। অনেক দিন পর কেন্দ্রীয় চরিত্রে পর্দায় ফিরছি, অধীর আগ্রহে অপেক্ষা করছি প্রচারের। আশা করি, এই চরিত্রে দর্শকের ভালোবাসা পাব।’
২০১০ সালের সেই গম্ভীর, ব্যক্তিত্ববান, কাজের প্রতি সিরিয়াস চিকিৎসকের চরিত্রে ঋষি কৌশিক দর্শকের মন কেড়েছিলেন। এর পর ১২ বছর পার। আবারও চিকিৎসকের চরিত্রে পর্দায় ফিরছেন ঋষি কৌশিক।
সম্পর্কের টানাপোড়েনের গল্প এবং পরিস্থিতি পালটে গেলেও একটি মেয়ের ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে আসছে নতুন এই ধারাবাহিক। আরও অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, অনিন্দ্য সরকার, ভাস্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখ।