কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ এক ব্যক্তি ও পাঁচ বছরের সাজাপ্রাপ্ত অপর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার মাধবপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আব্দুল মালেক উপজেলার মাধবপুর গ্রামের এবং জামশেদ মিয়া একই উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, গতকাল সকালে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান ও ওবায়দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের মাধবপুর সুপার স্টার ব্রিকস এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল মালেক এবং ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী জামশেদ মিয়াকে গতকাল দুপুরে আদালতের মাধমে জেল হাজতে পাঠানো হয়েছে।