হোম > ছাপা সংস্করণ

পেঁয়াজ-কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর ডিমলায় এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দরে, যা ৭ দিন আগেও ছিল ৪০ টাকা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। গত সপ্তাহে ছিল ৩৫ থেকে ৪০ টাকা। ক্রেতাদের অভিযোগ, নিয়মিত বাজার মনিটরিং না করায় অস্বাভাবিক হারে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।

এ ছাড়া দফায় দফায় বাড়তে থাকা ব্রয়লার ও পাকিস্তানি মুরগির দাম নতুন করে আরও বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম ৩০ টাকা বেড়ে হয়েছে প্রতি কেজি ১৭০ টাকা। পাকিস্তানি মুরগি ৬০ টাকা বেড়ে ২৮০, দেশি মুরগি ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৪০ টাকা কেজি। সেই সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি।

বাবুরহাট বাজারের ব্যবসায়ী সোলায়মান আলী বলেন, গত সপ্তাহে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কম ছিল। কিন্তু দাম বাড়ায় ফার্ম মালিকেরা মুরগি সরবরাহ কমিয়ে দিয়েছেন। রমজানের আগে আরও দাম বাড়তে পারে।

বাজারের পেঁয়াজ ও কাঁচা মরিচ ব্যবসায়ী তফিজার বলেন, ভারতীয় পেঁয়াজের আমদানি কমে গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ