হোম > ছাপা সংস্করণ

আবাসনের জায়গা দখল করে মিলঘর

মনজুর রহমান, লালমোহন

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ আবাসন প্রকল্পের জায়গা দখল করে রাইসমিল বসানোর অভিযোগ উঠেছে। একইসঙ্গে প্রকল্পের স্থাপনার সামগ্রী আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় আনোয়ার নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

জানা যায়, ২০০৭ সালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অসহায় ও ভূমিহীনদের আশ্রয়ের জন্য রায়চাঁদ আবাসন প্রকল্পের আওতায় ৩০টি ঘর তৈরি করা হয়। তবে প্রকল্পের আওতায় কমিউনিটি সেন্টারের জন্য নির্ধারিত জায়গাটি দখল করে নেন একই এলাকার আবদুল কারীর ছেলে আনোয়ার। সেখানে রাইসমিল বসান তিনি।

এদিকে স্থানীয় ইউপি সদস্য বশির আহমেদের আত্মীয় হওয়ায় আনোয়ারের স্বেচ্ছাচারিতা নিয়ে কথা বলা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে আনোয়ারের কাছ থেকে আবাসনের জায়গা উদ্ধারে উপজেলা ভূমি অফিসে আবেদন করেন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে পশ্চিম চরউমেদ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আবুল কালাম আজাদ বলেন, তদন্ত করেছি। উপজেলা ভূমি অফিসে তদন্তের প্রতিবেদন জমা দেওয়া হবে।

এ বিষয়ে আনোয়ার বলেন, এখানে কমিউনিটি সেন্টার হওয়ার কথা ছিল, তবে হয়নি। তাই জায়গা খালি পেয়ে রাইসমিল ও মুদি দোকান দিয়েছি। তবে শৌচাগারের ইট ও রড নিয়ে যাওয়ার বিষয়টি সত্য নয়।

ইউপি সদস্য বশির আহমেদ বলেন, শুনেছি আনোয়ারদের জায়গার উপর আবাসন নির্মাণ হয়েছিল। তাই সে খালি জায়গা পেয়ে সেখানে বসেছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, এরকম একটা অভিযোগ পেয়েছি। সেটির বিষয়ে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নিব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ