ক্সবাজারের উখিয়ায় র্যাব পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। গত রোববার বিকেলে র্যাব লেখা জ্যাকেট পরিহিত অবস্থায় তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সুমন মুন্সি (৩০)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বাসিন্দা।
গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ আবু সালাম চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে জানান, র্যাবের কাছে খবর আসে উখিয়ার বালুখালী বাজারে ভুয়া র্যাব পরিচয়ে এক ব্যক্তি বিভিন্নজনের কাছ থেকে চাঁদা আদায় করছেন। পরে ঘটনার সত্যতা যাচাইয়ে অভিযানে যায় র্যাব। সেখানে সুমনকে ভুয়া পরিচয়পত্রসহ আটক করা হয়।
জ্যেষ্ঠ সহকারী পরিচালক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করে সুমন জানিয়েছে, তিনি সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়ে দীর্ঘদিন ধরে এ ধরনের কাজ করে আসছিলেন।
আটক সুমনের কাছ থেকে র্যাবের ভুয়া পরিচয়পত্র, একটি হ্যান্ডক্যাফ ও প্রতারণা করে বাগিয়ে নেওয়া একটি স্বর্ণের চেইন, রিং ও ৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।