হোম > ছাপা সংস্করণ

ইসলামে মানুষের হকের গুরুত্ব

মুহাম্মাদ ইমরান মুস্তফা

রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘যার মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে-ই প্রকৃত মুসলমান।’ (বুখারি) মানুষ হওয়ার জন্য চরিত্রবান হওয়া যেমন জরুরি, তেমনি অন্য মানুষের হক ও অধিকার আদায় করাও জরুরি। মানুষে মানুষে বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে। সব সম্পর্কেই কিছু হক, অধিকার ও দায়িত্ব এসে যায়। যেমন সন্তানকে মা-বাবার হক আদায় করতে হয়। মা-বাবাকেও সন্তানের হক আদায় করতে হয়।

এটি ইসলামের নির্দেশনা হিসেবে যেমন জরুরি, তেমনই মানবিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি মানুষ হিসেবে যতটা বড় হবে এবং মানবিকতায় যতটা পূর্ণ হবে, মুমিন হিসেবেও সে ততটা পূর্ণাঙ্গ ও পরিপক্ব হবে। যে লোক বেনামাজি ও গাফিল, তাকে যেমন আপনি পূর্ণ মুমিনের কাতারে স্থান দেন না, তেমনি যে ব্যক্তি মানুষের হক ও অধিকার আদায়ে দায়বোধশূন্য, সেও ইমানের পূর্ণতায় পিছিয়ে বৈকি!

আজকাল মানুষের হকের প্রতি এতটা উদাসীনতা দেখা যায় যে, কোনো কোনো লোক নামাজি, পরহেজগার, তাহাজ্জুদ গুজার এমনকি নিয়মিত কোনো জিকির-ওজিফাও তার ছোটে না; তবে যখন মানুষের হক ও অধিকারের কথা আসে, তখন সে নীরবে মুখ ফিরিয়ে নেয়। পরের হক আদায়ে মোটেও তার হৃদয় গলে না। মা-বাবাকে কষ্ট দেয়। ভাইবোনদের অধিকার গ্রাস করে। মানুষের হক আদায়ে বড়ই খেয়ালিপনা ও উদাসীনতা দেখায়। এমন আচরণের একজন ব্যক্তি যেমন প্রকৃত মুমিন হতে পারে না, তেমনি পূর্ণ মানুষও হতে পারে না। 

লেখক: ইসলামবিষয়ক গবেষক

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ