তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরিফুজ্জামান খোকা নির্বাচনী জনসভা করেছেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় নারান্দিয়া কাচারী বাজার মাঠে এই সভা হয়।
এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। সভায় বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য হাজী নাছির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল, উপজেলা শ্রমিক লীগ সভাপতি সাজ্জাদ শিকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। আওয়ামী লীগের প্রার্থী আরিফুজ্জামান খোকাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
আগামী ১১ নভেম্বর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।