উপজেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে মধুপুরে। গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসন এ সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যারাফি কমিশনের সদস্য ও যুগ্ম সচিব শাহ মো. আবু রায়হান আলবেরুনী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক প্রমুখ।
এ সময় শাহ মো. আবু রায়হান আলবেরুনী জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, সরকার জনগণের কষ্ট লাঘবে টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করছে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের প্রভাব দেশেও পড়েছে। তবে আমদানি নির্ভর পণ্যগুলোর বাজার দর খুব শিগগিরই সহনশীল পর্যায়ে নেমে আসবে বলে দাবি করেন তিনি। অপরদিকে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না থাকার বিষয়টিও তিনি আলোচনায় তুলে ধরেন।