হোম > ছাপা সংস্করণ

অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

তৃতীয় ধাপে কক্সবাজারের চকরিয়ার ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচন প্রভাবমুক্ত রাখতে কারো হেফাজতে অবৈধ অস্ত্র থাকলে তাঁদের শনাক্ত করে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে তৃতীয় ধাপে ১০ ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মামুনুর রশীদ বলেন, নির্বাচনে প্রভাব দেখালে সেটার ফল ভোগ করতে হবে। ইউপি নির্বাচন হবে হবে শান্তিপূর্ণ। এখানে সংঘাতবিহীন ভোট হবে, যাঁর ভোট তিনিই পছন্দের প্রার্থীকে দিতে পারবেন।

নির্বাচনী পরিবেশ নষ্ট হয়, এমন কোনো কর্মকাণ্ডে না জড়াতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বলেন, ‘আমরা রক্তপাতহীন একটি নির্বাচন উপহার দিতে চাই।’

জেলা প্রশাসক বলেন, আচরণবিধি লঙ্ঘন করে রাত ৮টার পরে নির্বাচনি প্রচারণা ও মিছিল করা যাবে না। সুষ্টু পরিবেশে নির্বাচনের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সস্ত্রাসিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কক্সবাজারের উপসচিব (ডিডিএলজি) শ্রাবস্তী রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান, চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ