সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীতে গত শনিবার নিখোঁজ হওয়া নাঈম (১২) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার সকাল ৯টার দিকে উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের যমুনা নদী থেকে ছাত্রের মরদেহ উদ্ধার করেন রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নাঈম উপজেলার চন্দনগাঁতি গ্রামের নূরনবীর ছেলে। সে সোহাগপুর এস কে পাইলট উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করত।
বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের ফায়ার ফাইটার মুমিনুর রহমান মোবাইল ফোনে জানান, ছাত্রটি নিখোঁজ হওয়ার পর রাজশাহী ফায়ার স্টেশনের ডুবুরি দল ও বেলকুচি ফায়ার সার্ভিসের সহযোগিতায় যমুনা নদীতে অভিযান চালিয়ে গতকাল রোববার ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গত শনিবার ক্ষিদ্রমাটিয়া গ্রামে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে দুপুরে দিকে নিখোঁজ হয় নাঈম।