হোম > ছাপা সংস্করণ

চামড়ার আসবাব

বিভিন্ন উপকরণের আসবাবের চল থাকলেও চামড়ার আসবাবের কদর কমেনি এখনো। অফিস ছাড়া এখন এটি বাড়িতেও জায়গা করে নিয়েছে। এ ছাড়া চামড়ার জুয়েলারি বাক্স, বিন ব্যাগ, চেয়ারও তো থাকে। সেগুলোর কিন্তু যেনতেনভাবে যত্ন নিলে চলে না। আছে বিশেষ নিয়ম।

  • চামড়ার সোফায় দাগ লাগলে কড়া ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা থেকে বিরত থাকুন। খুবই কোমল তরল পরিষ্কারক ও স্পঞ্জ চামড়ার আসবাব পরিষ্কার করার জন্য আদর্শ। তবে বাজারে চামড়ার আসবাব পরিষ্কার করার জন্য বিভিন্ন স্প্রে পাওয়া যায়। সেগুলো ব্যবহার করাই ভালো।
  • যে জানালা দিয়ে সূর্যের আলো সরাসরি ঘরের ভেতরে প্রবেশ করে, সেই জানালার পাশে চামড়ার সোফা ও অন্যান্য আসবাব রাখা উচিত নয়। রান্নাঘরের আশপাশেও চামড়ার আসবাব রাখা ঠিক নয়। অতিরিক্ত গরমে চামড়ার আসবাবের স্থায়িত্ব কমে যায়। শুধু অতিরিক্ত তাপই নয়, অতিরিক্ত ঠান্ডায়ও এ ধরনের আসবাব নষ্ট হয়ে যায়।
  • চামড়ার আসবাবে যদি গ্রিজ বা তেল পড়ে তাহলে তার ওপরে ট্যালকম পাউডার বা বেকিং পাউডার ছড়িয়ে দিন। এই পাউডার তেল ও গিরিজ শুষে নেবে। পরিষ্কার করতে সহজ হবে এবং স্থায়ী দাগ পড়ার আশঙ্কা থাকবে না।
  • চামড়ার আসবাব রোজ সুতির পাতলা কাপড় দিয়ে একবার করে মুছে নিন। রোজ না মুছলে ধুলোবালি পড়ে ওপরে স্তর তৈরি হয়। এতে করে স্থায়ী দাগ হয়ে যেতে পারে। তবে ভেজা কাপড় দিয়ে চামড়ার আসবাব মোছা উচিত নয়। এতে আসবাবের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে।
  • খুব ভালো হয় চামড়ার সোফার ওপর পাতলা সুতির কাপড় দিয়ে কভার বানিয়ে নিলে। এতে করে রোজ ব্যবহারে আসবাব ক্ষতিগ্রস্ত হবে না।

সূত্র: এইচজিটিভি

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ