পটুয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী পৌরসভার উদ্যোগে গতকাল সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে মোনাজাত পরিচালনা করেন মুসলিমপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আ. কাদের।
অনুষ্ঠানে খান মোশারফ হোসেনের স্মৃতিচারণা করে বক্তব্য দেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, পটুয়াখালী চেম্বারের সিনিয়র সহসভাপতি ও পৌরসভার সাবেক কমিশনার খন্দকার ফরহাদ জামান বাদল।
উপস্থিত ছিলেন প্যানেল মেয়র এস এম ফারুক মৃধা, কাউন্সিলর অ্যাডভোকেট কাজল বরন দাস, মো. দেলোয়ার হোসেন, মো. জাহিদ সিকদার, মহিলা কাউন্সিলর ঝর্না সিকদার, পৌরসভার মেডিকেল অফিসার ডা. একরামুল নাহিদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।