হোম > ছাপা সংস্করণ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। জানিয়েছেন-শ্রীমঙ্গল আবহাওয়া অফিস কর্মকর্তা আনিসুর রহমান। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা সাধারণ মানুষের।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস কর্মকর্তা আরও জানান, সকাল এবং রাতে কুয়াশা বাড়বে। চলমান মৃদু শৈত্যপ্রবাহ ফলে এই অবস্থা বিরাজ করবে আরও কয়েক দিন এবং শীত অনুভূত হবে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও রাতে এবং ভোরে কুয়াশা থাকবে। তাপমাত্রা নিচের দিকে না নামলেও শীতের তীব্রতা আগের মতোই আছে।

এদিকে কনকনে ঠান্ডা বাতাস ও রাতে ঘন কুয়াশার কারণে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাওরাঞ্চল খোলামেলা থাকায় হিমেল হাওয়ায় বেশি কষ্ট হচ্ছে হাওরপাড়ের মানুষের। পাশাপাশি শহর এলাকায় নিম্ন আয়ের মানুষ দুর্ভোগে রয়েছেন। শীত উপেক্ষা করে ভোরে কাজে বের হতে হয় তাঁদের। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে ভোরে ও রাতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন গ্রামাঞ্চল ও নিম্ন আয়ের মানুষ।

জাহিদপুর গ্রামের অধিকাংশ মানুষ বোরো ফসলের ওপর নির্ভরশীল। এ গ্রামের কৃষক জুয়েল মিয়া বলেন, ‘আমি আর আমার বাবা কৃষিকাজ করে পরিবার চালাই। কিন্তু তীব্র শীতের কারণে আমার বাবা প্রায়ই অসুস্থ হয়ে যান। সর্দি, কাশি, বুক ব্যথাসহ নানা সমস্যা তাঁর। তিনি বলছেন শীতের মধ্যে বাইরে না যেতে।’

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, সাধারণ মানুষ ও দরিদ্র মানুষের জন্য সরকারিভাবে ৩৫ হাজার কম্বল ও নগদ তিন লাখ টাকা এসেছে। কম্বল প্রত্যেক উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ইউনিয়ন পরিষদ ও জনপ্রতিনিধিদের নিয়ে এই কম্বল বিতরণ করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ