হোম > ছাপা সংস্করণ

পুলিশের সামনে হামলা, নারীসহ আহত ২

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য বসা সালিস বৈঠকে পুলিশের সামনে বহিরাগতদের হামলায় হাফিজা বেগম (৩৮) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তিনি রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হাফিজা বেগমের ভাই রেজাউল শেখও আহত হয়েছেন। উপজেলার ফয়লাহাট পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে।

হাসপাতাল ও আহত ওই নারীর স্বজনরা জানান, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের কামরুল ইসলাম ও তাঁর ভাই-বোনদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে গত শনিবার ফয়লাহাট পুলিশ ক্যাম্পে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষ সালিস বৈঠকে বসেন। একপর্যায়ে উভয় পক্ষ বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ সময় কামরুল ইসলাম ও তাঁর সহযোগী লোকজন হাফিজা বেগমকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। এ সময় রেজাউল শেখও আহত হন।

ফয়লাহাট ক্যাম্পের আইসি মো. কবীর হোসেন বলেন, ঘটনার সময় তিনি ক্যাম্পের বাইরে একটি তদন্তে ছিলেন। দারোগা মামুন সালিস করছিলেন। সালিস শেষে তাঁরা ক্যাম্পের গেটের বাইরে নিজেরা মারামারি করেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ