প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক শক্তি এবং অর্থনৈতিক প্রভাব বাড়ানোর মধ্যেই এবার নিজেদের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের জন্য নতুন চুক্তি করতে যাচ্ছে জাপান এবং অস্ট্রেলিয়া। প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আজ বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে এ চুক্তি সম্পন্ন হবে। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
স্কট মরিসন বলেন, ‘নিরাপদ এবং স্থিতিশীল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিতে অবদান রাখতে এবং উভয় দেশের কৌশলগত নিরাপত্তা চ্যালেঞ্জ পূরণে অস্ট্রেলিয়া ও জাপানের যে অঙ্গীকার রয়েছে, এই চুক্তি হবে সেই অঙ্গীকারেরই একটি ঘোষণা।’