হোম > ছাপা সংস্করণ

খুলনা শহরে বেড়েছে নিত্যপণ্যের দাম

খুলনা প্রতিনিধি

খুলনায় বেড়েছে চাল, ডাল, তেল ও আটা-ময়দার দাম। তবে কমেছে ব্রয়লার ও পাকিস্তানি সোনালি মুরগির দাম। গতকাল শনিবার খুলনার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার যেসব চাল কেজি প্রতি ৫৬ টাকায় বিক্রি হয়েছে গতকাল তা বিক্রি হচ্ছে ৫৮ টাকায়।

প্যাকেট আটা ও প্যাকেট ময়দার দাম কেজিতে বেড়েছে ১-৫ টাকা। ৪২ টাকা প্যাকেট আটা এখন ৪৩ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ময়দা বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে, যা আগে ছিল ৪৮। এ ছাড়া মোটা দানার মসুর ডালের দাম কেজিতে ৩-৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ থেকে ৯০ টাকা। কেজিতে ৫-৬ টাকা বেড়ে ছোট দানার মসুর ডালের দাম হয়েছে ১১৫ টাকা।

বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দিন ধরে তেলের দাম বাড়তি। বোতল সয়াবিন তেলের দাম লিটারে ৫-৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫৫ টাকা করে। খোলা সয়াবিন তেলের দাম ১০ টাকা পর্যন্ত বেড়ে ১৪২ টাকা হয়েছে।

এদিকে নগরের বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫-১০ টাকা কমেছে। জানা গেছে, গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৪০-১৪৫ টাকা, গতকাল তা ১৩৫-১৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। আবার পাকিস্তানি সোনালি মুরগির দাম কেজিতে ১০ টাকা কমেছে। গত সপ্তাহে সোনালি মুরগির কেজি ছিল ২৪০-২৮০ টাকা কিন্তু গতকাল বিক্রি হয়েছে ২৩০-২৬০ টাকা কেজি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বাজারে সবজির পর্যাপ্ত জোগান থাকলেও কমেনি সবজির দাম।

গতকাল বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতিকেজি কাঁচা মরিচ ৩০-৪০, বেগুন ৪০-৫৫, আলু ১০-১৪, দেশি পেঁয়াজ ২৫-৩০, পেঁপে ২০-২২, গাজর ২৫-৩০, শিম কেজিপ্রতি ৩০-৪০, ওলকপির কেজি ২০, বরবটি ৬০, ফুলকপি ৪০ আলুর কেজি এখন ১০-১২ টাকা।

সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি বলেন, ‘সাধারণত এই সময়ে চালের দাম কম থাকে। তবে এবার দাম বেশি হওয়ায় কৃষকেরা চাল নিজেদের মজুতে রেখে দিয়েছেন। ফলে বাজারে চালের দাম বেশি। এ ছাড়া তেলের দাম বেশি বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। তবে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ