হোম > ছাপা সংস্করণ

প্ল্যান ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি

যশোর প্রতিনিধি

বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন আজকের পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদ। বাল্যবিবাহ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তাঁকে এ পদক দেওয়া হয়েছে।

গতকাল রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি তাঁর হাতে সম্মাননা পদক তুলে দেন।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক তাসপিয়া ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা পারভীন, অভিনেত্রী শাহনাজ খুশি, সাংবাদিক ফারজানা মিথিলা ও জয় ই মামুন। বাল্যবিবাহ নিয়ে প্রতিবেদনের জন্য নয়জন সাংবাদিককে পদক দেওয়া হয়।

গত ২৭ সেপ্টেম্বর আজকের পত্রিকায় ঝিকরগাছার ‘এক বিদ্যালয়ের ৩০ ছাত্রীর বাল্যবিবাহ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। সংবাদটির জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে। মাসুদুর রহমান মাসুদ ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের আব্দুল খালেক ও সাজেদা খাতুনের ছেলে।

যারা অ্যাওয়ার্ড পেলেন 
প্ল্যান ইন্টারন্যাশনালের মিডিয়া অ্যাওয়ার্ডে আঞ্চলিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জহিরুল ইসলাম (এসএ টিভি), শাকিল মুরাদ (একাত্তর টিভি), সফি খান (প্রথম আলো) ও মাসুদুর রহমান (আজকের পত্রিকা)। জাতীয় ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শাহেদ শফিক (বাংলা ট্রিবিউন), নীলিমা জাহান (দ্য ডেইলি স্টার), সাজ্জাদ পারভেজ (যমুনা টিভি), নাজনীন আখতার (প্রথম আলো) ও জাহাঙ্গীর আলম (জাগো নিউজ ২৪)।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ