হোম > ছাপা সংস্করণ

সুজেয় শ্যামের সুরে তিন্নির গান

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার-সংগীত পরিচালক সুজেয় শ্যামের সুরে নতুন গান গাইবেন সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। ‘আমার স্বপ্নজুড়ে আছো তুমি আছো অন্তরে’—এমন কথায় গানটি লিখেছেন অপূর্ব শর্মা। গানটি সুর করার পাশাপাশি সংগীতায়োজনও করবেন সুজেয় শ্যাম। গানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনের ‘সংগীতা’ নামের অনুষ্ঠানে। ২২ নভেম্বর বিটিভিতে সুজেয় শ্যামের নির্দেশনায় রিহার্সাল করেন তিন্নি। আজ বিটিভির স্টুডিওতে রেকর্ডিং হওয়ার কথা রয়েছে গানটির।

তিন্নির কণ্ঠ ও গায়কি প্রসঙ্গে সুজেয় শ্যাম বলেন, ‘তিন্নির কণ্ঠটা বেশ মিষ্টি, বেশ সুরেলা। এমন মিষ্টি কণ্ঠ সবার হয় না। ঈশ্বর কৃপা করেছেন বলেই এত মিষ্টি কণ্ঠ পেয়েছে মেয়েটি। আমার সুর করা গানটি ঠিকঠাকভাবেই তুলেছে। আমার আশীর্বাদ থাকবে। পাশাপাশি আমি চাইব, সে যেন গানের চর্চাটা নিয়মিত করে। নিয়মিত চর্চায় থাকলে কণ্ঠ আরও মধুর হবে, সুরেলা হবে।’

কণ্ঠশিল্পী তিন্নি বলেন, ‘বাংলাদেশের গানের জগতে সুজেয় শ্যাম একজন কিংবদন্তি শিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর তৈরি গান গাওয়ার সুযোগ হয়েছে আমার। তাঁর সুরে মৌলিক গান গাওয়ার সুযোগ হবে, এমনটা মনে মনে চাইলেও বাস্তবে তা হবে, এটা ভাবিনি। এটা আমার সৌভাগ্য, আমার পরম পাওয়া। আরও ভালো লেগেছে, তিনি নিজে বসে থেকে আমাকে গানটা তুলে দিয়েছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ