রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঁচতলা এক ভবনের ছাদ থেকে ইট পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার হাসপাতালের ভেতরেই এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শ্রমিকের নাম নাজিম উদ্দিন (৫০)। গোদাগাড়ী উপজেলার ভাগাইল গ্রামে তাঁর বাড়ি।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের ভেতরে চারতলা একটি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ চলছে। শ্রমিকেরা নিচ থেকে পাঁচতলায় ইট উঠাচ্ছিলেন। তখন একটি ইট ওপর থেকে নিচে নাজিমের মাথার ওপরে পড়ে। আহত হলে তাঁকে হাসপাতালেরই ৮ নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।