হোম > ছাপা সংস্করণ

বিদ্রোহীদের ঠেকাতে হিমশিম

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে ৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহীদের ঠেকাতে হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ। কঠোর হুঁশিয়ারি, এমনকি দল থেকে বহিষ্কৃত হলেও ভোটের মাঠ না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। কেউ কেউ আবার নৌকার প্রার্থীকে হারাতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এ জন্য তাঁরা ভোটের মাঠে রাতদিন গণসংযোগও করে যাচ্ছেন।

চাটখিল উপজেলার ৯ ইউপিতে পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে আছেন বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী। এতে দল মনোনীত প্রার্থীরা অস্বস্তিতে আছেন বলে জানা গেছে। এই ধাপে চেয়ারম্যান প্রার্থী হিসেবে শাহাপুর ইউপিতে মো. গোলাম হায়দার কাজল, রামনারায়ণপুরে শাহ আলম চৌধুরী, পরকোটে বাহার আলম, বদলকোটে পান্না আক্তার, মোহাম্মদপুরে মো. শহিদ উল্যাহ, পাঁচগাঁওয়ে সৈয়দ মাহমুদ হোসেন, হাটপুকুরীয়া ঘাটলাবাগে এস এম বাকী বিল্লাহ, নোয়াখোলায় মো. মানিক ও খিলপাড়া ইউপিতে মো. আলমগীর হোসেনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

এই সিদ্ধান্ত মেনে শুধু হাটপুকুরিয়া ও খিলপাড়া ইউপির বিদ্রোহীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অন্য কোনো ইউপিতে বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করেননি। এদিকে উচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যে নোয়াখোলা ইউপির নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিদ্রোহী প্রার্থী হিসেবে শাহাপুর ইউপিতে শাহাজাদা ইকবাল, রামনারায়ণপুরে মো. নজরুল ইসলাম, নাজমা বেগম ও হারুন অর রশিদ, পরকোটে মো. শাহাজান, শাহ নেওয়াজ বকসী, মানিক হোসেন ও শাহিন, বদলকোটে মো. জাহাঙ্গীর আলম, মো. মাইন উদ্দিন অশ্রু, সালাউদ্দিন কাদের, মো. সোলাইমান ও মো. আনোয়ার হোসেন, মোহাম্মদপুরে মাসুদ রানা, মো. বোরহান উদ্দিন রাব্বানী ও মো. মেহেদী হাসান, পাঁচগাঁওতে সৈয়দ আসরাফুর রহমান, ফিরোজ আলম, আবুল আনসার, মো. হারুন অর রশিদ ও ইসমাইল করিম, নোয়াখোলায় সিরাজুল ইসলাম, খিলপাড়ায় মো. সালাহ উদ্দিন ও সালমা ইয়াছমিন সাথী নির্বাচন করছেন।

এদিকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বিদ্রোহীদের অনুরোধ করা হলেও তেমন কোনো সাড়া মিলছে না বলে একাধিক সূত্রে জানা গেছে। মোহাম্মদপুর ইউপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ও জনগণ ভোট দিতে পারলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর বলেন, সম্প্রতি জেলা থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেওয়া হয়েছে। এর পরও কোনো বিদ্রোহী প্রার্থী যদি নির্বাচন করেন, দল তাঁর কাছে কারণ দর্শানোর নোটিশ দেবে। প্রয়োজনে দল থেকে বহিষ্কারও করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ