রয়টার্স, তাইপে
চীনের সেনাবাহিনী তাইওয়ানের গুরুত্বপূর্ণ বন্দর এবং এয়ারপোর্ট অবরোধ করতে পারে বলে গতকাল এক প্রতিবেদনে শঙ্কা প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত তাইওয়ানের নিরাপত্তাসীমানায় চীনের ৫৫৪টি যান অনুপ্রবেশ করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, এই মুহূর্তে চীনের বাহিনী তাইওয়ানের সব বন্দর এবং এয়ারপোর্ট বন্ধ করে ফেলতে সক্ষম। এতে বাইরের সঙ্গে দেশটির যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।