বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গাজীপুরের আজ শুক্রবারের সমাবেশের মৌখিক অনুমতি মিলেছে। স্থান পরিবর্তনের ফলে মিলেছে এ অনুমতি।
সমাবেশটি প্রথমে হওয়ার কথা ছিল গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায়। সেখানে স্থানীয় প্রশাসনের বাধায় সমাবেশের প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। পরে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাজীপুর মহানগরীর শহীদ বরকত স্টেডিয়ামে সমাবেশ করার জন্য দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গাজীপুর মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলন।
ফজলুল হক মিলন বলেন, জেলাভিত্তিক এ মহাসমাবেশটি হওয়ার কথা ছিল গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায়। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য স্থানীয় নেতারা গত কয়েক দিন যাবৎ ব্যাপক প্রস্তুতির পাশাপাশি লিখিত আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতির অপেক্ষায় ছিলেন।
মিলন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অনুমতি না পাওয়ায় দলের শীর্ষ পর্যায়ের নেতারা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে অনুমতির জন্য অনুরোধ জানান। পরে অনুরোধের প্রেক্ষিতে প্রশাসনের শীর্ষ তিন কর্মকর্তার পারস্পরিক আলোচনা করে শ্রীপুরের স্থান পরিবর্তন করে মহানগরের শহীদ বরকত স্টেডিয়ামে মহাসমাবেশের অনুমতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সদস্যসচিব মো. সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সদস্যসচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম প্রমুখ।