নোংরা পরিবেশে খাবার তৈরির পাশাপাশি বাজারজাত করার অপরাধে ফেনীর ফুলগাজীর একটি বেকারির ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার থানাসংলগ্ন মহিলা কলেজ রোডের মায়ের দোয়া বেকারিকে এই জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সামগ্রী দিয়ে বেকারির খাদ্যদ্রব্য উৎপাদন এবং সংরক্ষণ করায় মায়ের দোয়া বেকারির জরিমানা করা হয়।
পরে কারখানার সার্বিক পরিবেশ স্বাস্থ্যসম্মত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক আজকের পত্রিকাকে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।
অভিযানে সহায়তা করেন ফুলগাজী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন এবং ফুলগাজী থানা পুলিশের একটি দল।