বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে দেয় স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত রোববার রাত ৯টার দিকে লতা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এ সময় ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য তাইজুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান বাদী হয়ে তাইজুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন চৌধুরীসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের বিরুদ্ধে কাজীরহাট থানায় মামলা করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে স্বপন চৌধুরী ও তাইজুল ইসলামের বিরোধ চলে আসছে। এই দুই ইউপি সদস্য এলাকায় চেয়ারম্যানের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটাচ্ছিলেন। সম্প্রতি চেয়ারম্যান বিষয়টি জানতে পেরে ওই দুই সদস্যকে কুৎসা রটাতে বারণ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে রোববার রাত ৯টার দিকে বাংলাবাজার এলাকায় স্বপন চৌধুরী ও তাইজুল ইসলাম কয়েকজন সহযোগী নিয়ে চেয়ারম্যানের ওপর হামলা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাইজুলকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ইউপি সদস্য তাইজুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।