হোম > ছাপা সংস্করণ

জমিতে বাড়ছে ভুট্টা স্বপ্ন বুনছে কৃষক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

যমুনা ও বাঙালি নদীর তীরবর্তী এলাকায় অন্যান্য বছরের তুলনায় এবার বন্যার ভয়াবহতা কম ছিল। পানি নেমে যাওয়ার পর তীরবর্তী জমিতে চাষিরা ভুট্টার চাষ করেন। খেতে লকলকিয়ে বেড়ে উঠছে ভুট্টা গাছ। পোকা-মাকড় ও রোগ বালাইয়ের আক্রমণ না হলে বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্ট চাষিরা। গত বছর ভালো দাম পেয়ে ভুট্টায় আগ্রহ বেড়েছ কৃষকদের।

খোঁজ নিয়ে জানা গেছে, যমুনা ও বাঙালি নদীর চরে বছরের পর বছর অনেক জমি পতিত পড়ে থাকে। এ সব পতিত জমিতে ফসলের তেমন চাষ হয় না। এ বছর কৃষকেরা জমিতে আগাম ভুট্টার চাষ করেছেন। গাছগুলো ৬ থেকে ৭ ফুট পর্যন্ত লম্বা হয়েছে। নতুন মোচা বের হতে শুরু করেছে।

উপজেলা কৃষি অফিস ও স্থানীয় চাষিরা জানান, যমুনা ও বাঙালি নদীর বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিস্তীর্ণ এলাকাজুড়ে উর্বর পলি মাটির চর জেগে উঠে। অসমতল চরের এসব জমিতে সেচ নির্ভর অন্য কোনো ফসল করা সম্ভব না হওয়ায় চাষিরা ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন। এ বছর উপজেলায় এক হাজার ৭২০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল দুই হাজার ৭৬০ হেক্টর।

গত বছর কামালপুর ইউনিয়নের চপল টিকাদার ১৫ বিঘা, দুলাল তিন বিঘা, নুরুনবী মণ্ডল চার বিঘা, কর্নিবাড়ী ইউনিয়নের চাষি আলমগীর হোসেন দুই বিঘা, কাজলার ছালাম ব্যাপারী ছয় বিঘা, হাসেম আলী ২০ শতক ও চন্দনবাইশা ইউনিয়নের টেকামাগুড়া চরের চাষি খয়বর প্রামাণিক ১৮ বিঘা, রশিদ মুন্সী চার বিঘা, আব্দুল আকন্দ ১৩ বিঘা ও আজিজার রহমান ১০ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছিলেন। এ বছর তারা দ্বিগুণ জমিতে আগাম ভুট্টার চাষ করেছেন।

কৃষক চপল ঠিকাদার জানান, গত বছর বিঘা প্রতি মোট খরচ হয়েছিল ১০ থেকে ১১ হাজার টাকা। বাম্পার ফলন হওয়ায় গত বছর ৪৫-৫০ মণ ভুট্টা পেয়েছেন। কাটা মাড়াইয়ের পর উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রতি মণ ভুট্টা ৬৫০ টাকা থেকে ৭২০ টাকা দরে বিক্রি করেছেন। এবার আরও বেশি ফলনের আশা করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জানান, কৃষি অফিসের পরামর্শে ভুট্টা চাষে ঝুঁকেছেন শিক্ষিত বেকার যুবকেরাও। চাষিদের যাবতীয় কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে। অনুকূল আবহাওয়া থাকলে এবার ভালো ফলনের বিষয়ে আশাবাদী তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ