হোম > ছাপা সংস্করণ

কুমারখালীতে লক্ষ্য পূরণ হয়নি সরিষা আবাদে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নসংলগ্ন পদ্মা নদীর চরে সরিষা চাষাবাদ করেছেন অনেকে। সরিষা গাছে এখন হলুদ ফুল শোভা পাচ্ছে। শুষ্ক মৌসুমে পদ্মার বিশাল বুক চিরে এখন হলুদের সমারোহ। শুধু পদ্মার চরেই নয়, সরিষার হলুদ ফুলের ম ম গন্ধ সুবাস ছড়াচ্ছে উপজেলার মাঠে মাঠে। তবে কৃষি কর্মকর্তা বলছেন, অসময়ে বৃষ্টিপাত ও অন্যান্য ফসলে কৃষকের আগ্রহ বাড়ায় এ বছর সরিষা চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

পদ্মাপাড়সহ উপজেলার যদুবয়রা, পান্টি, বাগুলাট, চাঁদপুর, চাপড়া ও জগন্নাথপুর ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, মাঠে মাঠে সবুজের মাঝে হলুদের সমারোহ। ফুলের ম ম গন্ধে ভরে উঠেছে ফসলের মাঠ। ফুলে ফুলে মৌমাছি। মধু আহরণে ব্যস্ত সময় পার করছে তারা। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর সরিষা চাষে উপজেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৬১০ হেক্টর জমি। কিন্তু অর্জিত হয়েছে ১ হাজার ৪৮৫ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১২৫ হেক্টর কম জমি। অসময়ে বৃষ্টিপাতের কারণে কৃষকেরা জমি প্রস্তুতে ব্যর্থ হয়েছিলেন এবং পেঁয়াজ, গম ও ভুট্টা চাষে আগ্রহ বাড়িয়েছে। সে জন্যই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

সূত্র জানায়, এ বছর বারি-৯, বারি-১৪, বারি-১৭, বারি-১৮ ও বারি-১৯ এবং বিনা-৪ জাতের সরিষার চাষাবাদ হয়েছে। তবে বারি-৯ জাতের সরিষাই বেশি চাষ হয়ে থাকে এ উপজেলায়, যা দেশি জাতের সরিষা হিসেবে পরিচিত।

চরসাদিপুর ইউনিয়নের পদ্মাপাড়ের কৃষক আলামিন, সালাম মন্ডল ও আমজাদ হোসেন বলেন, সরিষার গাছ ভালো হয়েছে। ভালো ফুলও ফুটেছে। ভালো ফলনের আশা করছি। তাঁরা আরও বলেন, প্রতিবছর পদ্মার বুকে বিশাল চর জাগে। আর এ চরই আমাদের ভাগ্য বদলের সহায়ক। যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের কৃষক সাহেব আলী বলেন, ‘সরিষা আবাদে সেচ, সার ও কীটনাশক অনেক কম লাগে। কম খরচে লাভ বেশি এ চাষে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবার বাম্পার ফলন হবে।’

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, ‘অসময়ে বৃষ্টিপাত এবং পেঁয়াজ, গম ও ভুট্টায় কৃষকের আগ্রহ বাড়ায় এ বছর সরিষা চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ