কুমিল্লায় বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবলীগ। গতকাল সোমবার নগরীর রামঘাটের দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে এ প্রতিবাদ মিছিল বের করা হয়।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি আব্দুল্লা আল মাহমুদ সহিদ বলেন, বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় মহানগর যুবলীগ রাজপথে থাকবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে কোনো অপশক্তি থামিয়ে রাখতে পারবে না।
যুবলীগের কেন্দ্রীয় কমিটি কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রতিবাদ সভা ও মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদ। এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদী, আবদুল ওয়াহেদ আকাশসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।