হোম > ছাপা সংস্করণ

কীটনাশক পানের পর ছুরিকাঘাতে ‘আত্মহনন’

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে কীটনাশক পানের পর বুকে ছুরি চালিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় ‘মাস্টার শেফ’ নামের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম বুলবুল আহমেদ (২৬)। বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ নয়াপাড়া গ্রামে। তিনি ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। রেস্তোরাঁয় ওই ঘটনার সময় বুলবুল আহমেদের সঙ্গে দুই কলেজছাত্রী ছিলেন। তাঁদের একজনের সঙ্গে বুলবুলের ঘনিষ্ঠতা ছিল। জিজ্ঞাসাবাদের জন্য দুই ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুলবুল অবিবাহিত ছিলেন। বিবাহিতা এক ছাত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিবাহিতা ওই কলেজছাত্রী এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। তবে তাঁর বান্ধবী জানান, তাঁরা তিনজন ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন। একপর্যায়ে বুলবুল কীটনাশক পান করেন। এরপর নিজের বুকে নিজেই ছুরি বসান। তাঁরা বুলবুলকে রামেক হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।

রেস্তোরাঁটির মালিক এসএম শিহাব উদ্দিন বলেন, ছুরিকাঘাতের কোনো ঘটনা তাঁরা দেখেননি। বরং, ওই তিনজন খাবার পার্সেল নিয়েছেন। বুলবুল বিল পরিশোধ করেছেন।

নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, দুই তরুণীর বর্ণনামতে, ঘটনাস্থল মাস্টার শেফ রেস্তোরাঁ। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ