যশোরের অভয়নগরে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২০২১-২২ রবি মৌসুমে বোরো ধানের উফশী ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হবে।
উদ্বোধনী দিনের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাইয়েদা নাছরিন জাহান, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক প্রমুখ।