নরসিংদীর বেলাবতে কমিউনিটি ক্লিনিকে করোনার গণ টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল শনিবার উপজেলার ৪টি ইউনিয়নের প্রতিটি কমিউনিটি ক্লিনিকে সকাল ১০টা থেকে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত চলে এই কার্যক্রম। অবশিষ্ট ৪টি ইউনিয়নে আগামীকাল সোমবার গণ টিকা দেওয়া হবে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সুরুজ মোল্লা মেডিকেল হলেও গণ টিকা দেওয়া হচ্ছে। গণ টিকা কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খাইরুল বাকের, নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল হক, বেলাব উপজেলা স্বাস্থ্য সহকারী মো. মিজানুর রহমান মোল্লা প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, ‘সরকারের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে, তাই সবাইকে টিকার আওতায় আনতে হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার ব্যবস্থা করেছি।’