নীলফামারীর সৈয়দপুরে এইচএসসি পরীক্ষার্থীরা পাঠ্যসূচি কমানোর দাবিতে মানববন্ধন করেছে। উপজেলার বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়।
গতকাল সোমবার বেলা ৩টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দুই দফা দাবি পূরণে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চান তাঁরা। শিক্ষার্থী রিফাত হোসেন জানান, ২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য তাঁদের যে পাঠ্যসূচি ৭০ শতাংশ করা হয়েছে, তা কমিয়ে ৪০ শতাংশ করতে হবে। অথচ ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীরা বেশি দিন ক্লাস করেও সব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।