পটুয়াখালীর দশমিনায় গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের পরিচালিত অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আধা কেজির বেশি গাঁজা উদ্ধার জব্দ করে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের বাচ্চু গাজীর বসত ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন– মোসা. ময়না (৩৮) ও মো. সোহেল (২৫)। ময়না পূর্ব আলীপুর গ্রামের কালু গাজীর স্ত্রী এবং মো. সোহেল ভোলার চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবুল কাশেম।
থানা ও স্থানী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এস আই মো. মনিরুজ্জামান এ অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় আটককৃতরা বাচ্চু গাজীর বসত ঘরে গাঁজা বিক্রি করছিল। তাদের কাছ থেকে ৫৩০ গ্রাম গাঁজা ও ডিজিটাল পরিমাপযন্ত্র উদ্ধার করা হয়।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।