হোম > ছাপা সংস্করণ

সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের লক্ষণ নেই

খুলনা প্রতিনিধি

বিশিষ্ট মানবাধিকার কর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, সংখ্যালঘু সুরক্ষা আইন নিয়ে অনেক আলোচনা হলেও তা বাস্তবায়নের কোন লক্ষণ দেখছি না। কিন্তু এত সহজে আমরা আমাদের অধিকার ছেড়ে দেব না। কারণ মানবাধিকার হচ্ছে সবার সমান অধিকার।

গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সেমিনারে সুলতানা কামাল এ কথা বলেন। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন ও সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে সরকার ও নাগরিকদের ভূমিকা নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।

অ্যাডভোকেট সুলতানা কামাল আরও বলেন, আমরা জানি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ নিয়ে সরকার একটি নির্দেশনামূলক আইন তৈরি করেছে। এ ছাড়া সংবিধানে বলা আছে যেকোনো বৈষম্যমূলক আইন বাতিল বলে গণ্য হবে। সুতরাং কোন অবস্থায়ই অর্পিত সম্পত্তি আইন থাকতে পারে না। যাদের কাছে এই আইন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া আছে তাদের মনোজগতের পরিবর্তন করতে হবে। আপনারা যদি প্রতি জেলায় সমস্যাগুলো নিয়ে একটি ডকুমেন্টারি করতে পারেন তবে তা নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলতে পারি।

তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর যারা নির্যাতন করছে তারা ঘুরে বেড়াচ্ছে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরই আটকে রাখছে নিরাপত্তার কথা বলে। স্বাধীন দেশে জেলখানা কখনো নিরাপত্তা হেফাজত হতে পারে না। বৈষম্য বিলোপ আইন খসড়া হয়ে থাকলেও তা সংসদে উত্থাপন করা হচ্ছে না।

সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সভাপতি কাজল দেবনাথ, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর উপপরিচালক অ্যাডভোকেট বরকত আলী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট রফিক আহমেদ সিরাজী। সেমিনারটি সঞ্চালনা করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস।

সেমিনারের সভাপতি হিসেবে স্বপন কুমার গুহ বলেন, গতকাল জেলা প্রশাসক মহোদয় আমাদের বলেছেন, আমি এই আইন বাস্তবায়নে তিনি সক্রিয়ভাবে কাজ করবেন। তার কাছে প্রত্যর্পণের ডিক্রি গেলে তিনি দ্রুত বাস্তবায়ন করবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ