নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম কলেজে র্যাগ ডে পালন করলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল-জরিমানার নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার চাটখিল সরকারি মাহবুব কলেজের অধ্যক্ষ ও স্থানীয় প্রশাসনকে তিনি এই নির্দেশ দেন। কলেজের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
এ সময় স্থানীয় এই সাংসদ মেয়েদের উত্ত্যক্তকারী বখাটেদের উদ্দেশে বলেন, ‘নিজেকে যোগ্য করে তোলো। তখন মেয়ের অভিভাবকেরাই তোমাকে বেছে নেবে।’
এইচ এম ইব্রাহিম ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘প্রায়ই তোমাদের আত্মহত্যার কথা জানতে পারি। তোমরা কেন আত্মহত্যা করবে! তোমার জীবন তোমার কাছে অনেক দামি। আর আত্মহত্যা করলে এ জীবনও হারাবে পরকালের জীবনও হারাবে।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় মেয়র নিজাম উদ্দিন ভিপি, জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের, জেলা পরিষদের সদস্য এমরুল চৌধুরী রাসেল, খোরসেদ আলম প্রমুখ।