কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নির্মাণাধীন স্থাপনা ও বসতঘরে হামলায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার হোসেন্দী মুন্সিবাড়ীতে এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। এ সময় লিখিত বক্তব্য পড়েন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মাহফুজা বেগম।
লিখিত বক্তব্যে মাহফুজা বেগম জানান, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের নির্মাণাধীন স্থাপনা ও বসতবাড়িতে হামলা চালান। এ সময় সন্ত্রাসীরা ভেকু মেশিন দিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গেলে তাঁর বড় ছেলে মাহফুজুল হুদাকে হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এতে মাহফুজুল হুদার পায়ের একটি হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মাহফুজা বেগম বলেন, হামলার সময় সন্ত্রাসীরা মাহফুজুল হুদার কাছ থেকে ৩ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ সময় তিনি ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।