রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলা চত্বরে ‘বিজ্ঞান-প্রযুক্তি নৈতিকতা একসূত্রে গাঁথা’-এই প্রতিপাদ্য সামনে রেখে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই মেলা হয়।
গত শনিবার সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অংশ গ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান।
শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবন করা যন্ত্রপাতি নিয়ে মেলায় অংশগ্রহণ করে। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান।