হোম > ছাপা সংস্করণ

গ্রামে গিয়ে করোনার টিকাদান শুরু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ইউনিয়ন পর্যায়ে গ্রামে গিয়ে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় টিকা গ্রহণে পিছিয়ে পরা জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে কুমিল্লা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই কর্মসূচি শুরু করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের বদরপুর গুচ্ছগ্রামে এই টিকা কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামসাদ রাব্বানি খান, মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রণ) মো. এনামুল হক, উত্তর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।

এ দিন গুচ্ছগ্রামের ৩৮০ জন বাসিন্দাকে করোনাভাইরাসের টিকার আওতায় আনা হয়। যাঁরা এর আগে টিকার জন্য নিবন্ধন করেছেন, তাঁরা নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরে এখান থেকে টিকা নিতে পেরেছেন। এ ছাড়া যাঁরা আগে নিবন্ধন করেননি, তাঁরাও এই কেন্দ্র থেকে টিকা পেয়েছেন।

স্থানীয় বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী শামসুল হক বলেন, তাঁরা প্রতিদিন কাজ-কর্মে ব্যস্ত থাকেন। তাই সদর হাসপাতাল বা মেডিকেলে গিয়ে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারেননি। কিন্তু এখন বাড়ির কাছে টিকা কেন্দ্র হওয়ায় কাজের ফাঁকে এসে টিকা নিয়েছেন। এতে তাঁদের খুব খুশি লাগছে বলেও জানান তিনি।

গৃহিণী রায়সা আক্তার বলেন, ‘আমার ভোটার আইডি কার্ড হয়নি। তাই অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারিনি। অনলাইনে রেজিস্ট্রেশন কেমনে করে জানি না। ভোগান্তির কথা চিন্তা করে দোকানে গিয়েও আমার মতো নারীরা রেজিস্ট্রেশন করেননি। তাঁরাও আজকে এখানে এসে টিকা নিয়ে খুব খুশি। যাঁরা রেজিস্ট্রেশন করেননি। তাঁরা টিকা কেন্দ্র থেকে একটি টিকা কার্ড পেয়েছেন।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামসাদ রাব্বানি খান বলেন, ‘যাঁরা রেজিস্ট্রেশন করেননি, তাঁরা টিকা কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন। প্রথম দিনে বদরপুর এলাকার গুচ্ছগ্রামে ৩৮০ জনকে প্রথম ডোজ সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে।’

জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘প্রত্যন্ত এলাকায় পিছিয়ে পড়া মানুষকে টিকার আওতায় আনতে আমরা জনগণের দোরগোড়ায় যাচ্ছি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আমাদের জন্য টিকার ব্যবস্থা করেছেন। কুমিল্লাতে শতভাগ টিকার লক্ষ্যমাত্রা পূরণে এই কার্যক্রম পুরো জেলায় চালিয়ে যাব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ